President-01730-710247 Secretary-01713-001945

RUBEE Club
Welcome To
Our
RUBEE-Club
RUBEE Abrobation
RU- Rupali
B- .Bank
E- Ex.
E- Executive
C- Club.
Present
Present
RUBEE Club
Your Ideas
Effectively

বানী

পরম করুনাময় আল্লাহ্‌ পাকের লাখো কোটি শুকরিয়া যে, তিনি যাবতীয় নিয়ামতে ভরপুর করে আমাকে এখানে বাঁচিয়ে রেখেছেন। এক সাথ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়েছিলাম, একসাথে যারা চাকুরীতে যোগ দিয়েছিলেন, যারা পাশাপাশি দীর্ঘ চলার পথে আত্মীয়তার সম্পর্কে সম্পৃক্ত ছিলেন তারা অনেকেই চির বিদায় নিয়েছেন । শেষ স্বর্ণরেখায় এখানে আমরা যারা আলকিত তাদের একত্রিত হবার প্লাটফরম হচ্ছে ‘রূবী ক্লাব’।

১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হবার পর আজ এর ২০ তম বর্ষপূর্তি । সংগঠনটি এখন পূর্ণ নওল কিশোর। এরপরই আসবে যৌবন । তরঙ্গায়িত ছন্দে এর সব সদস্যদের নিয়ে তরতর করে এগিয়ে যাবে ‘রূবী ক্লাব’র তরণী ।

এইতো মনে হয় সেদিনের কথা । শিক্ষাজীবন ছেড়ে চাকুরীতে যোগদান , ব্যস্তময় কর্মজীবন, কর্মজীবনের পরিসমাপ্তি এবং ‘প্রাক্তনের’ তালিকায় নাম লিখিয়ে বর্ত্মান সময়ের স্রোতে ভেসে চলার স্পন্দন । ‘মরিতে চাহিনা আমি সুন্দর এই ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই’ আর্তি আমাকে গভীরভাবে আজ আকৃষ্ট করছে ‘রূবী ক্লাব’র মঙ্গল ও কল্যাণকর তৎপরতার । আমি ‘রূবী ক্লাব’র সাথে ছিলাম , আছি এবং যতদিন বেঁচে আছি ততদিন যেন সম্পৃক্ত থাকতে পারি এই কামনা করি এবং একই সাথে রূপালী ব্যাংক থেকে যারা অবসরে গেছেন, যাচ্ছে এবং যাবেন তাঁদেরকেও আহ্বান জানাই এর সাথে সম্পৃক্ত হয়ে একত্রে জীবনের গান গাইতে ।

‘রূবী ক্লাবকে ঘিরে আমরা যারা একত্রিত হয়েছি তাদের স্মৃতি বিজড়িত অতীত কর্মকান্ড , মেধা ও মননের বহিঃপ্রকাশ হচ্ছে “বন্ধন” । “বন্ধন “ এর ৬স্ঠ সংখ্যা প্রকাশের আয়োজন ও স্বাগত জানাই । আল্লাহ্‌ আমাদের সহায় হোন ।


(এম এ ওয়াহহাব )
সদস্য, উপদেষ্টা পরিষদ