President-01730-710247 Secretary-01713-001945

RUBEE Club
Welcome To
Our
RUBEE-Club
RUBEE Abrobation
RU- Rupali
B- .Bank
E- Ex.
E- Executive
C- Club.
Present
Present
RUBEE Club
Your Ideas
Effectively

সভাপতির বানী

‘নস্টালজিয়া’ শব্দের শাব্দিক অর্থ গৃহকাতরতা , অতীতের প্রতি অতি মুগ্ধ এবং অতীত বিধুরতা । স্মৃতিবিধুর অতীত কাঊকে হাসায় এবং দীর্ঘদিন বেঁচে থাকার অনুপ্রেরণা যোগায় । তাতে মন উজ্জবিত ও সুন্দর থাকে । দেহ-মন-অবয়বে সতেজ স্নিগ্ধ আভার পরিস্ফুটন ঘটে । আর কাউকে অতীত স্মৃতি বেধনাবিধুর করে তোলে, সারাক্ষণ জ্বালা দেয়। সুন্দর পৃথিবীটাই মনে হয় নরক । তারা মরতে পারলেই যেন বাঁচে ।

অনন্ত বিশ্বে আমাদের বেঁচে থাকার সময়টা পলকের মতো । এতোটুকু সময় নিয়েই যেহেতু আমাদের বেঁচে থাকা সেহেতু এ সময়টা নিয়ে গর্ব করার মতো কিছু নেই- হেলায় একে অপচয় করাও সমীচীন নয় । যতটুকু সম্ভব একে কাজে লাগাতে হবে কল্যাণ , মঙ্গল, ও সম্পৃক্ততার বন্ধনে কাটানোর । যারা এটা করতে পারেন , বলা যায় তারা ভাগ্যবান । ‘রূবী ক্লাব’ গঠনের মাধ্যমে আমরা মঙ্গল প্রদীপ জ্বেলেছি । অতীত বিধুর জীবনের সুখ স্মৃতিতে আলোকময় করে নিকষ আঁধারকে বিদুরিত করার জন্য সম্পৃক্ত হয়েছি । আর এহেন শুভ উদ্যোগে ও সম্পৃক্ততার ফসলই হচ্ছে ‘বন্ধন ‘ নামক স্মরণিকা প্রকাশনা ।

ইতোমধ্যে, প্রকাশিত ‘বন্ধন’র পাতায় ছাপানো অনেকেই আমাদের মাঝখান থেকে বিদায় নিয়েছেন। পুস্পিত বন্ধন থেকে ঝরে গেছেন তারা । তাদের পারলৌকিক শান্তি কামনা করি । আমরা যারা বেঁচে আছি আসুন তারা একত্রিত হই ‘রূবী ক্লাবে’র এই মহতি প্রয়াসে ।

পরিশেষে ‘বন্ধন’ বর্তমান সংখ্যা প্রকাশে ‘রূবী ক্লাব’র সব সম্মানিত সদস্য, লেখকবৃন্দ, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের আন্তরিক ধন্যবাদ জানাই ।



(এম এ হাশেম )