President-01730-710247 Secretary-01713-001945

RUBEE Club
Welcome To
Our
RUBEE-Club
RUBEE Abrobation
RU- Rupali
B- .Bank
E- Ex.
E- Executive
C- Club.
Present
Present
RUBEE Club
Your Ideas
Effectively

সাধারণ সম্পাদকের কলাম

ঢাকা ক্লাবে অনুষ্ঠিত হয় বিগত ঈদ পুনর্মিলনী, যেখানে নিজেদের বয়স, পদবী সব ভুলে গিয়ে ‘রূবী ক্লাবের সদস্যগণ একে অন্যের সাথে উৎফুল্ল এবং উচ্ছসিত সময় কাটিয়েছেন, সৌহাদ, সহমর্মিতা ও কুশল বিনিময়ই শুধু নয়, গল্পচারিতায়, সকলের কলকাকলিতে কখন যে সন্ধ্যে গড়িয়ে রাত নেমে এসেছে টা বোধগম্য হল যখন রাতের খাবার গ্রহনের ঘোষণা এল । কোনও তাড়াহুড়ো নেই- একে অন্যকে সুযোগ দেয়ার অপুর্ব নিদর্শন-লাইনে দাঁড়িয়ে সকলে খাবার নিয়ে গল্পে গল্পে আস্বাদান । বারংবার এ রকম অনুষ্ঠানের মাধমে অভূতপুর্ব মিলনমেলার আয়োজন করে সকলের সমাগমের সুযোগ করে দেয়ার জন্য ‘রূবী ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্যদের সহ সকল সদস্যগণকে আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি ।

প্রতি বছরের মত এ বছরও শীতের শেষে বনভোজনের আয়োজন, বার্ষিক সাধারণ সভা, বার্ষিক হিসেবের খতিয়ান পর্যবেক্ষণ; মূলত এ সব অনুষ্ঠানই আমাদের ক্ষণিকের মিলনমেলা, যেখানে সবাই বয়স ভুলে যায়, সময় ভুলে যায় সতীর্থদের সহচরর্যে। গল্প যেন শেষ হবার নয় ।

তদুপরি, সৃষ্টির অমোঘ নিয়মের কাছে ছন্দ পতন ঘটে । কখনও কখনও মেঘাচ্ছন্ন হয়ে যায় মন। অনেক বিদগ্ধজনকে হারানোর ব্যাথা সইতে হয় । গ্রহণ করতে হয় অনেকের অসুস্থতা সংবাদ । শ্রদ্ধেয় মরহুম জনাব আব্দুল হাই তালুকদার যিনি বিগত ৮মে ২০১৬ সিডনীতে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহে ............ রাজেউন ) তিনি সহ যাদেরকে ইতিমধ্যে হারিয়েছি সকলের বিদেহী আত্মার মাগফেরাতসহ জান্নাতুল ফেরদাঊস কামনা করছি । মরহুম তালুকদার এ বছর ফেব্রুয়ারীর পিকনিকে সকলকে মাতিয়ে রেখেছিলেন ।

বর্তমান সময়ে আমাদের অনেক জ্যেষ্ঠ সদস্য অসুস্থ আছেন । অসুস্থ জনের খোঁজ নেওয়া আমাদের ক্লাবের একটি সাধারণ দায়িত্ব । আমার সব সময় পেরে উঠিনা । আপনারা জানেন যে , আমাদের অনেক সদস্য বয়সের ভারে ন্যুজ্ব হয়ে পড়েছেন যার প্রেক্ষিতে সবসময় সকল কর্মসুচীতে উপস্থিত থাকতে পারেন না। বিশেষ করে সবার শ্রদ্ধাভাজন প্রতিষ্ঠাতা সভাপতি ও সদস্য জনাব এ , এ, কোরেশী, জনাব এম, এ ওয়াহাব, জনাব মীর্জা আব্দুর রশিদসহ জ্যেষ্ঠ সদস্যগণ সকলের দোয়া প্রার্থী । তাদের সুস্থতা ও দীর্ঘায়ু করছি । এই বয়সেও তাদের উপস্থিতি আমাদেরকে অনুপ্রানিত করে ।

বৃত্তি প্রদান, শীতবস্ত্র বিতরণ, সিআরপি’র সদস্যপদ নবায়ন এবং হুইল চেয়ার প্রদান অব্যাহত আছে ও থাকবে ইনশাহআল্লাহ । এ বিষয়ে অনেক সদস্যগণ ব্যাক্তিগতভাবে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি । এছাড়া যারা স্মারণিকা প্রকাশে বিজ্ঞাপন দিয়েছেন এবং শুভেচ্ছা বার্তা জানিয়েছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি । রূবী ক্লাব ২১ বছরে পা দিল । এ মুহর্তে নতুন সদস্যগণকে স্বাগত জানিয়ে সকলকে শুভেচ্ছা ও শ্রদ্ধাবনতচিত্তে সকলের আরও সহযোগিতা কামনা করছি । যাতে ক্লাবকে ক্লাবের বয়স অনুযায়ী একটি যোক্তিক রূপরেখায় নিয়ে দাঁড় করানো যায় । একটি কথা না বললেই নয়, চার্টার্ড ক্রেডিট কো-অপারেটিভ লিমিটেড কর্তৃপক্ষের নিকট এই ক্লাবের সবাই বিশেষ ভাবে কৃতজ্ঞ । দীর্ঘ দিন ক্লাবের অফিস চালানোর জন্য তারা যে সৌজন্যতা দেখিয়েছেন এজন্য প্রতিষ্ঠানের কর্ণধার খান মোহাম্মাদ ফিরোজ কবিরসহ সকল পরিচালক ও নির্বাহীর নিকট আমরা কৃতজ্ঞ । সার্বিক সহযোগিতার জন্য সকল শ্রদ্ধাভাজন সদস্যকে ধন্যবাদ ।
আমি আবারও সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি ।।



(কাজী আব্দুর রাজ্জাক )