
দেখতে দেখতে ‘রূবী ক্লাব’ বিশ বছর পার করে এলো । কীভাবে কেটে গেল এই বিশ বছর তা একমাত্র মহাকালই বলতে পারবে। রূপালী ব্যাংকে যারা একদিনের জন্যও চাকুরী করেছেন সেসব অবসরপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তাদের ঘনিষ্ঠতা, সহমর্মিতা, হৃদ্যিক সম্পৃক্ততা ও পারিবারিক সম্মিলনীর প্লাটফরম হচ্ছে ‘রূবী ক্লাব’।
‘রূবী ক্লাব’ এর প্রতিষ্ঠার ক্ষণটি ছিল এককালের সহকর্মীদের মধ্যে যোগসূত্র রক্ষার প্রতীকী শিখাটি নিরন্তর জ্বালিয়ে রাখার প্রচেষ্টা শুরু করার ক্ষণ । সেই শুভক্ষণ থেকে যারা উদ্যোগী ভুমিকা পালন করে এই কল্যাণকর ও পরম আকাঙ্ক্ষিত সংগঠনটিকে এগিয়ে নিয়ে এসেছেন তারা প্রশংসা ও কৃতিত্বের দাবীদার । তাদের জন্য রইলো আমার আন্তরিক শুভেচ্ছা ।
২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রকাশিতব্য স্বরনিকা ‘বন্ধন’ এ যারা লেখা দিয়ে স্বরনিকাটি প্রকাশে সার্বিক সহায়তা করেছেন, যারা বিজ্ঞাপন এবং শ্রম দিয়ে এটিকে আলোর মুখ দেখিয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই। একই সাথে ইতোমধ্যে যারা পরলোক গমন করেছেন তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি ।
( এম এ কোরেশী )