
ঢাকা ক্লাবে অনুষ্ঠিত হয় বিগত ঈদ পুনর্মিলনী, যেখানে নিজেদের বয়স, পদবী সব ভুলে গিয়ে ‘রূবী ক্লাবের সদস্যগণ একে অন্যের সাথে উৎফুল্ল এবং উচ্ছসিত সময় কাটিয়েছেন, সৌহাদ, সহমর্মিতা ও কুশল বিনিময়ই শুধু নয়, গল্পচারিতায়, সকলের কলকাকলিতে কখন যে সন্ধ্যে গড়িয়ে রাত নেমে এসেছে টা বোধগম্য হল যখন রাতের খাবার গ্রহনের ঘোষণা এল । কোনও তাড়াহুড়ো নেই- একে অন্যকে সুযোগ দেয়ার অপুর্ব নিদর্শন-লাইনে দাঁড়িয়ে সকলে খাবার নিয়ে গল্পে গল্পে আস্বাদান । বারংবার এ রকম অনুষ্ঠানের মাধমে অভূতপুর্ব মিলনমেলার আয়োজন করে সকলের সমাগমের সুযোগ করে দেয়ার জন্য ‘রূবী ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্যদের সহ সকল সদস্যগণকে আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি ।
প্রতি বছরের মত এ বছরও শীতের শেষে বনভোজনের আয়োজন, বার্ষিক সাধারণ সভা, বার্ষিক হিসেবের খতিয়ান পর্যবেক্ষণ; মূলত এ সব অনুষ্ঠানই আমাদের ক্ষণিকের মিলনমেলা, যেখানে সবাই বয়স ভুলে যায়, সময় ভুলে যায় সতীর্থদের সহচরর্যে। গল্প যেন শেষ হবার নয় ।
তদুপরি, সৃষ্টির অমোঘ নিয়মের কাছে ছন্দ পতন ঘটে । কখনও কখনও মেঘাচ্ছন্ন হয়ে যায় মন। অনেক বিদগ্ধজনকে হারানোর ব্যাথা সইতে হয় । গ্রহণ করতে হয় অনেকের অসুস্থতা সংবাদ । শ্রদ্ধেয় মরহুম জনাব আব্দুল হাই তালুকদার যিনি বিগত ৮মে ২০১৬ সিডনীতে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহে ............ রাজেউন ) তিনি সহ যাদেরকে ইতিমধ্যে হারিয়েছি সকলের বিদেহী আত্মার মাগফেরাতসহ জান্নাতুল ফেরদাঊস কামনা করছি । মরহুম তালুকদার এ বছর ফেব্রুয়ারীর পিকনিকে সকলকে মাতিয়ে রেখেছিলেন ।
বর্তমান সময়ে আমাদের অনেক জ্যেষ্ঠ সদস্য অসুস্থ আছেন । অসুস্থ জনের খোঁজ নেওয়া আমাদের ক্লাবের একটি সাধারণ দায়িত্ব । আমার সব সময় পেরে উঠিনা । আপনারা জানেন যে , আমাদের অনেক সদস্য বয়সের ভারে ন্যুজ্ব হয়ে পড়েছেন যার প্রেক্ষিতে সবসময় সকল কর্মসুচীতে উপস্থিত থাকতে পারেন না। বিশেষ করে সবার শ্রদ্ধাভাজন প্রতিষ্ঠাতা সভাপতি ও সদস্য জনাব এ , এ, কোরেশী, জনাব এম, এ ওয়াহাব, জনাব মীর্জা আব্দুর রশিদসহ জ্যেষ্ঠ সদস্যগণ সকলের দোয়া প্রার্থী । তাদের সুস্থতা ও দীর্ঘায়ু করছি । এই বয়সেও তাদের উপস্থিতি আমাদেরকে অনুপ্রানিত করে ।
বৃত্তি প্রদান, শীতবস্ত্র বিতরণ, সিআরপি’র সদস্যপদ নবায়ন এবং হুইল চেয়ার প্রদান অব্যাহত আছে ও থাকবে ইনশাহআল্লাহ । এ বিষয়ে অনেক সদস্যগণ ব্যাক্তিগতভাবে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি । এছাড়া যারা স্মারণিকা প্রকাশে বিজ্ঞাপন দিয়েছেন এবং শুভেচ্ছা বার্তা জানিয়েছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি । রূবী ক্লাব ২১ বছরে পা দিল । এ মুহর্তে নতুন সদস্যগণকে স্বাগত জানিয়ে সকলকে শুভেচ্ছা ও শ্রদ্ধাবনতচিত্তে সকলের আরও সহযোগিতা কামনা করছি । যাতে ক্লাবকে ক্লাবের বয়স অনুযায়ী একটি যোক্তিক রূপরেখায় নিয়ে দাঁড় করানো যায় । একটি কথা না বললেই নয়, চার্টার্ড ক্রেডিট কো-অপারেটিভ লিমিটেড কর্তৃপক্ষের নিকট এই ক্লাবের সবাই বিশেষ ভাবে কৃতজ্ঞ । দীর্ঘ দিন ক্লাবের অফিস চালানোর জন্য তারা যে সৌজন্যতা দেখিয়েছেন এজন্য প্রতিষ্ঠানের কর্ণধার খান মোহাম্মাদ ফিরোজ কবিরসহ সকল পরিচালক ও নির্বাহীর নিকট আমরা কৃতজ্ঞ । সার্বিক সহযোগিতার জন্য সকল শ্রদ্ধাভাজন সদস্যকে ধন্যবাদ ।
আমি আবারও সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি ।।
(কাজী আব্দুর রাজ্জাক )